Ronge Ronge Rongin Hobo Lyrics (আজ রঙে রঙে রঙিন হব)

আজ রঙে রঙে রঙিন হব

রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায়


ভালোবাসায় দুটি প্রাণে 

রঙ ছড়াব স্বপ্নগানে

রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায়


আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা

হবো সাত রঙে এই মন রাঙিয়ে রঙিলা


উদাস পথে যাবো কোথায়

নেই দুজনার জানা

চার চোখে আজ নিবো খুঁজে

খুঁজে সে ঠিকানা


ভালো লাগা রং মিলাবো

ফুলের রঙে তাই মিলাবো

সেই রঙে মন আপন মনে

ছবি এঁকে যায়


আজ মন খুশি মন

উর্বশী মন উর্মিলা

হবো সাত রঙে এই মন রাঙিয়ে রঙিলা


কল্পনারই রং নীলিমায়

ভাসিয়ে নয়ন দুটি

সময় ঘড়ি থামিয়ে দুজন

চাইবো সুখের ছুটি


রঙধনুরই ভেলায় চড়ে

উদার আকাশ নীল শহরে

ঘুম পালিয়ে ঘুমে কেঁদে

থাকবো ঝুম হাওয়ায় 


আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা

হবো সাত রঙে এই মন রাঙিয়ে রঙিলা

Read More: Ma Lo Ma Lyrics

Previous Post
No Comment
Add Comment
comment url