Eka Pakhi Bose Ache Lyrics
Eka Pakhi Bose Ache Song Info
শিরোনাম: পাখি
ব্যান্ডঃ শিরোনামহীন
কথা ও সুরঃ জিয়াউর রহমান
অ্যালবামঃ ইচ্ছেঘুরি
প্রকাশকালঃ ১৯৯৮
Eka Pakhi Bose Ache Lyrics
একা পাখি বসে আছেশহুরে দেয়ালে
শিষ দিয়ে গান গায়
ধূসর খেয়ালে
তার ফেলে আসা আনমনা শিষ
এই শহরের সব রাস্তায়
ধোয়াটে বাতাসে নালিশ রেখে যায়
আমি দেখিনি আমি শুনিনি
আমি বলিনি অনেক কিছু
আমি জানিনি আমি বুঝিনি
তবু ছুটেছি তোমার পিছু
আমি দেখিনি আমি শুনিনি
আমি বলিনি অনেক কিছু
জানি নি আমি বুঝিনি
তবু ছুটেছি তোমার পিছু।
একা পাখি বসে আছে
শহুরে দেয়ালে
শিষ দিয়ে গান গায়
ধূসর খেয়ালে
পাখি আনমনা বসে দেওয়ালে
পাখি নিবার্ক চোখ রাস্তায়..
পাখি আনমনা বসে দেওয়ালে
পাখি নিবার্ক চোখ রাস্তায়
ধোয়াটে শহরের উষ্ণতা বাড়ে না
তার আনমনা চোখ, অবুঝ ঠোট মনের দরজায়
আঙ্গুল রাখে না..
কিছু সুর তুমি এনে দাও পাখি এই নাগরিক কোলাহলে
তুমি গান গাও তুমি শিষ দাও এই শহুরে দেয়ালে
তুমি ভুলে যাও এই শহরের যত ব্যস্ত জনকথা
আমি এসেছি তোমার কাছে এনে দাও স্বাধীনতা
আমি দেখিনি আমি শুনিনি
আমি বলিনি অনেক কিছু
আমি জানিনি আমি বুঝিনি
তবু ছুটেছি তোমার পিছু
আমি দেখিনি আমি শুনিনি
আমি বলিনি অনেক কিছু
জানি নি আমি বুঝিনি
তবু ছুটেছি তোমার পিছু।