Manush Ekta Dui Chakkar Cycle Lyrics



Manush Ekta Dui Chakkar Cycle Lyrics

হাওয়ার উপর চলে গাড়ি
হাওয়ার উপর চলে গাড়ি
লাগেনা পেট্রোল ডিজেল
মানুষ একটা দুই চাকার সাইকেল
কি চমতকার গাড়ির মডেল গো
চমতকার গাড়ির মডেল
মানুষ একটা দুই চাকার সাইকেল (২)

দুই চাকায় করেছে খাড়া
জায়গায় জায়গায় স্ক্রপ মারা
বাহাত্তর হাজার ইস্পাত দিয়া
এই সাইকেল গড়া (২)

চিন্তা করে দেখনা একবার
চিন্তা করে দেখনা একবার
দুইশ ছয়টা হয় এক্সেল
মানুষ একটা দুই চাকার সাইকেল
কি চমতকার গাড়ির মডেল গো
চমতকার গাড়ির মডেল
মানুষ একটা দুই চাকার সাইকেল

নতুন সাইকেল পুরান হইবে
কলকব্জায় জং যে ধরিবে
বেল বাতির ঐ ঠনঠন আওয়াজ
বন্ধ যে হইবে (২)

এক কদম আগে না বাড়বে
এক কদম আগে না বাড়বে
হাজার বার মারলে পেটেল
মানুষ একটা দুই চাকার সাইকেল
কি চমতকার গাড়ির মডেল গো
চমতকার গাড়ির মডেল
মানুষ একটা দুই চাকার সাইকেল

ফুরাইলে সাইকেলের বাতাস
সেদিন হবে সর্বনাশ
গিয়ার তোমার কাজ করবেনা
রাখিও বিশ্বাস (২)

গুনী সরকার হয়ে আলাশ
গুনী সরকার হয়ে আলাশ
থাকবে ভব মেডিকেল
মানুষ একটা দুই চাকার সাইকেল
কি চমতকার গাড়ির মডেল গো
চমতকার গাড়ির মডেল
মানুষ একটা দুই চাকার সাইকেল।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url