Ki Name Deke Bolbo Tomake Lyrics (কি নামে ডেকে বলবো তোমাকে)

Ki Name Deke Bolbo Tomake Song Info

কন্ঠঃ মিফতাহ্ জামান
মূল শিল্পীঃ শ্যামল মিত্র
কথা ও সূরঃ সুধীন দাশগুপ্ত
মিউজিক রিঅ্যারেঞ্জমেন্টঃ পার্থ বডুয়া

Ki Name Deke Bolbo Tomake Lyrics

কি নামে ডেকে বলবো তোমাকে

মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে

কি নামে ডেকে বলবো তোমাকে

মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে।


আমি যে মাতাল হাওয়ারই মত হয়ে

যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে

আমি যে মাতাল হাওয়ারই মত হয়ে

যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে

কি করি ভেবে যে মরি বলবে কি লোকে

মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে

কি নামে ডেকে বলবো তোমাকে

মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে।


পালাতে পারি নি আমি যে দিশাহারা

দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা

পালাতে পারি নি আমি যে দিশাহারা

দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা

ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে

জানি না তোমার মনেও কি এত প্রেম আছে

ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে

জানি না তোমার মনেও কি এত প্রেম আছে

সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে

মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে

কি নামে ডেকে বলবো তোমাকে

মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে

কি নামে ডেকে বলবো তোমাকে

মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে।

Also Read: Ami Dur Hote Tomare Dekhechi Lyrics

Ki Name Deke Bolbo Tomake Video Song

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url