Akasheo Olpo Nil Lyrics (আকাশেও অল্প নীল) | Kabir
Akasheo Olpo Nil Song Info
Song: Akasheo Alpo Neel
Film: KABIR (কবীর)
Music Director: Indraadip Das Gupta
Singer: Arijit Singh
Lyrics: Srijato
Akasheo Olpo Nil Lyrics
আকাশেও অল্প নীলভুল হতো অন্তমিল
একা একা রংমিছিল ছিলে না যখন
মুঠো ভরা মিথ্যে-ফোন
ফিরে আসা ডাকপিয়ন
মিছিমিছি মন কেমন
ছিলে না যখন
ভালোবাসা দিন কতটা রঙিন
তা বুঝেছি তখন
সারাদিন ঠিকানাহীন
ঘুরে ফিরি কে বেদুঈন
লুকিয়ে ডানার ক্ষত
তুমি নেই তা ভাবলেই
ব্যথা এসে দাড়াবেই
উঁচু মিনারের মতো
শুকনো পাতা কাঁপতো একা ডালে
গন্ধ খুঁজে ডুবেছি রুমালে
কেমন ছিলাম বুঝি এখন
কেমন ছিলাম বুঝি এখন
আকাশেও অল্প নীল
ভুল হতো অন্তমিল
একা একা রংমিছিল ছিলে না যখন
মুঠো ভরা মিথ্যে ফোন
ফিরে আসা ডাকপিয়ন
মিছিমিছি মন কেমন
ছিলে না যখন
ভালোবাসা দিন কতটা রঙিন
তা বুঝেছি তখন।