Jodi Bare Bare Eki Sure Prem Tomay Kaday Lyrics | কবিতার কথা | Hasan Joy

Jodi Bare Bare Eki Sure Prem Tomay Kaday Lyrics

Song Name: Kobitar Gaan
Lyrics: Hasan Joy 

লাল লা লা লা লা লা লা লা লা 
লা লা লা লা লা লা লা লা লা লা লা 
লাল লা লা লা লা লা লা লা লা 
লা লা লা লা লা লা লা লা লা লা লা

যদি বারে বারে একই সুরে
প্রেম তোমায় কাঁদায়
তবে প্রেমিকা কোথায়
আর প্রেমই বা কোথায়?
যদি দিশেহারা ইশারাতে
প্রেমই ডেকে যায়
তবে ইশারা কোথায়
আর আশারা কোথায়?

যদি মিথ্যে মনে হয়
সব পুরোনো কথা
যদি চায়ের কাপেতে
জমে নীরবতা
যদি মিথ্যে মনে হয়
সব পুরোনো কথা
যদি চায়ের কাপেতে
জমে নীরবতা
তবে বুঝে নিও
চাঁদের আলো কত নিরুপায়
লা লা লা লা লা লা লা লা লা লা লা লা............ 

যদি প্রতিদিন
সেই রঙিন হাসি ব্যথা দেয়
যদি সত্যগুলো
স্বপ্ন হয়ে শুধু কথা দেয়
যদি প্রতিদিন
সেই রঙিন হাসি ব্যথা দেয়
যদি সত্যগুলো
স্বপ্ন হয়ে শুধু কথা দেয়
তবে শুনে দেখো
প্রেমিকের গানও অসহায়
লাল লা লা লা লা লা লা লা লা লা লা............ 

যদি অভিযোগ 
কেড়ে নেয় সব অধিকার
তবে অভিনয় হয় 
সবগুলো অভিসার
যদি ঝিলমিল নীল আলোকে 
ঢেকে দেয় আঁধার
তবে কী থাকে তোমার,
বলো কী থাকে আমার?

যদি ভালোবাসা সরে গেলে
মরে যেতে হয়
কেন সেই প্রেম ফিরে এলে
হেরে যেতে ভয়?
যদি ভালোবাসা সরে গেলে
মরে যেতে হয়
কেন সেই প্রেম ফিরে এলে
হেরে যেতে ভয়?
শেষে কবিতারা
দায়সারা গান হয়ে যায়
লাল লা লা লা লা লা লা লা লা লা লা............ 

যদি বারে বারে একই সুরে
প্রেম তোমায় কাঁদায়
তবে প্রেমিকা কোথায়
আর প্রেমই বা কোথায়?
যদি দিশেহারা ইশারাতে
প্রেমই ডেকে যায়
তবে ইশারা কোথায়
আর আশারা কোথায়?

যদি মিথ্যে মনে হয়
সব পুরোনো কথা
যদি চায়ের কাপেতে
জমে নীরবতা
যদি মিথ্যে মনে হয়
সব পুরোনো কথা
যদি চায়ের কাপেতে
জমে নীরবতা
তবে বুঝে নিও
চাঁদের আলো কত নিরুপায়
লা লা লা লা লা লা লা লা লা লা লা লা............ 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url