Kalachan Lyrics (কালাচান)
Kalachan Song Details
Song: Kalachan
Singer : Tosiba Begum & FA Pritom (rap)
Lyric: Salahuddin Shagar
Music & Mixing: Tune House
Composer: FA Pritom
Kalachan Lyrics
আদর কইরা ডাকমু জানকাছে একটু আইয়া জান
মনের কথা হুইনা জান
কি যাদুতে মারছেন ভান
কি যাদুতে মারছেন ভান
হাতটা ধরেন না
ভাব নিয়েন না
কেনো চোখের ভাষা নিয়েন
জালা দিয়েন না
দুরে জাইয়েন না
মইরা গেলে আমায় খুইজা পাইবে না
ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া জান
আগা গোরা মেকাপ কইরা
দেখাও তুমি ডং
তোমার পান তুমি খাও
ঠোটে লাগাও রং
তুমি অনেক ক্রেজি
তোমার নাটক বুঝি
আই তিতি তিতি কইরা
ময়না পাখি খুজি
মন আমার বোকা সোকা
পোলা বোকা না
আমি শুধু খাই ছেন্ট্রি
বাবু খোকা না
তোমার মনের বেপার সেপার
কাটলো প্রেমের খাল
শাড়ি পইড়া পিপ মাইরা
ঠোট করিলা লাল
ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া জান
ডুব না দিলে প্রেমের জলে
জীবন যাবে হায় বিপলে
আইসো আমার মন মহলে
ডুব না দিলে প্রেমের জলে
জীবন যাবে হায় বিপলে
আইসো আমার মন মহলে
ভাসাইবো আদরের স্বাপ্পান
খাওয়াই যাওনা রশের ভরা পান
ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া জান
হায়রে ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া জান।