Bojro Manik Diye Gatha Lyrics (বজ্রমানিক দিয়ে গাঁথা)
Bojro Manik Diye Gatha Song Info
রাগ: ঝিঁঝিট-বাউল
তাল: দাদরা
Bojro Manik Diye Gatha Lyrics
বজ্রমানিক দিয়ে গাঁথা
আষাঢ় তোমার মালা।
তোমার শ্যামল শোভার বুকে
বিদ্যুতেরই জ্বালা।
তোমার মন্ত্রবলে পাষাণ গলে
ফসল ফলে-
মরু বহে আনে তোমার
পায়ে ফুলের ডালা।
মরোমরো পাতায় পাতায়
ঝরোঝরো বারির রবে
গুরুগুরু মেঘের মাদল বাজে
তোমার কী উৎসবে।
সবুজ সুধার ধারায়
প্রাণ এনে দাও তপ্ত ধারায়,
বামে রাখ ভয়ঙ্করী বন্যা মরণ-ঢালা।