Bazar Gorom Lyrics (বাজার গরম) | Aly Hasan
Bazar Gorom Song Details
Singer : Aly Hasan, Siam Hawlader, Mr. Rizan, Sadi Vai, Uday, Manam, Aamin Ale, Rakib Hasan, Maruf Akan, Ahmad Shuvo, Alim Khandaker & Jasmin Setu
Cast : Aly Hasan, Tawhid, Sadi Vai, Ahmad Shuvo, Rakib Hasan, Manam, Uday, Siam Hawlader, Aamin Ale, Maruf Akan, Alim Khandaker, Mr. Rizan, Sohel, Nasir, Danesh, Hamimuzzaman Hamim, Rubel Sikder, Alvi, Emon, Hanif, Muslim & Shila Akter
Lyric & Tune : Aly Hasan
Music, Mix & Mastering : Shochi Shams
Bazar Gorom Lyrics
আইজকা তোর মায় খাইছে আমারে
চাইল ডাইল নুন তেল নাইকা সংসারে
মাছ গোস্ত হইবো না পাঁচশ হাজারে
যাই দেখি বাপে পুতে মিল্লা বাজারে (২)
ভালো আছেন ভাই?
বাড়ির সবাই আছে কিরকম
দোয়া করছো যেরকম রাখছে আল্লাহ হেরকম
বেতন পাইযে সেরকম ভাবতাছে উনি
যে কয়টাকা বেতন পাই সবই ছিনিমিনি
এক মাসের বাজার সদাই একেবারে কিনি
আটা ময়দা চিনি খালি এই টাকাটাই ঋণী
Very good very good
আরেকজন কয় very good
আমরা মিঞা চিরকুট লাগাইয়া রবিনহুড
হুতাশে চাল দিছি পিছে নাইকা প্যারাস্যুট
বুঝছি ভাই আমিও দিন আনি দিন খাই
শরীর সাস্থ্য দেইখা মানুষ মনে করে পিনিক খাই
এক কেজি তেল দেন পাঁচ কেজি চাইল
পাঁচশো টাকা শ্যাষ লগে আধা কেজি ডাইল
পূরণ করতে পারুম না তো বাজারের যে ফাইল
আবার বাসায় গিয়া শুনমু আপনার ভাবির মুখে গাইল
আরে সইরা খাঁড়া সরু গরু আইতাছে গরু
কি করতাছেন ধুরু নাটক না ঢুকতেই শুরু
এক কেজি গরুর মাংসের দাম যদি হয় নয়শো
খিলাল মাইরাও ফালাইবো না দাতের চিপার মাংস
তারপরেওতো মোটামুটি মানুষ লইছে জমাইয়া
আধাকেজি মাংস দিবেন হাড্ডি-মাড্ডি কমাইয়া?
সময় লাগবো wait কর
না পারলে মরা ধরা খুইজা আইনা ফাইট কর
দেখতাছোস না সিরিয়ালে মানুষ রইছে খাড়াইয়া
আধা কেজি মাংস নিতে দশজন আইছে পাড়াইয়া
কোন লাভ নাই খাড়াইয়া
হাস নইলে মুরগী কার কি লাগবে কন জলদি
লারকা নাকি লারকি?
সরকারি চাকরি জাগো তারাই খাইব টার্কি
ফার্ম কেজি? দুইশো
দেশি নিলে? ছয়শো
হাসের জোড়া? বারোশ
যার লাগবো সে আসো
পকেটে টাকা আছে আর মাত্র পাঁচশ বাবা
গরু মুরগীর দাম বেশি আইজকা সবাই মাছ খাবা
চিংড়ি মিংড়ি রুই কই বোয়াল নাকি কাতলা?
শিঙ মাছ নিয়া ভাবিরে ঝোল রাখতে কন পাতলা
ইলিশ আছে দিয়া দেই কালকে আবার বৈশাখ
ভাবসাব দেইখা আমাগো মনে হয় কি লাটসাব?
গরিব মইসের বৈশাখ ইলিশ মাছ না পুই শাক
সিলভার নাকি তেলাপিয়া
আমারে দেন পাঙাশএ মিয়া
এই মাছ ধরতেও ঘিন লাগে হাত দিয়া
দেখছেন কি কয়? হ্যার লাগে ঘীণা
বাজারের সব জিনিসই স্বর্ণের দামে কেনা
হ গু খায় সব মাছে কালার খায় পাঙাশে
ডিম পারে মুরগী আর ব্যাথা পায় রাজহাসে
দুঃখ কমু কার কাছে
টাকা নাইকা হাজার হাজার
চলো বাবা যাইয়া দেখি কি অবস্থা কাঁচা বাজার
ঐ মিঞা হাত দিবেন না
মরিচের কেজি এক হাজার
দেখেন না ভাই মরিচ গার্ড
দিতে রাখছি বডি গার্ড
এইডা আবার কোন পার্ট আলিফ লায়লার সিনবাদ
যেইডা ধরুম স্ট্রোক করুম তয়-তরকারি জিন্দাবাদ
আশি টাকার বেগুন
বেগুনের অনেক গুণ
বেগুন লইয়া হইছে খুন আমারে দেন ধুন্দুল
পটল লন কপি লন লাউ নইলে কধু
তোর মুখে অনেকম মধু
লাউ আর কধু, বৌ আর বধু
দোনডাই তো একি কথা কি বুজাস তুই চদু
সিন্ডকেট কইরা হুজুর অসাধুরা করল ক্ষতি
মুলা খাইয়া নাকে তুলা দেওয়া ছারা নাইকা গতি
জিনিসের দাম উর্ধ্ব গতি, খাইতাছি তাই কচুর লতি
তারপরও ভালো আছি কইরা খাই ইমামতি
কথা সত্য কথা খাটি আগুন লাগছে বাজারে
থাকলে কিছু দিয়েন বাবা দোহাই লেংটার মাজারে
এই যে বাবা নেন
এই দানের বিনিময়ে বরকত বারাইয়া দেন
আল্লাহ রিজিক বারাইয়া দেন আল্লাহ হায়াত বারাইয়া দেন।
দেশ সোনা রুপার পানি ধুইয়া মুইছা দেন
লাগলে আরো দুই টাকা নেন দোয়া মনের থেইকা দেন
নিজেই চালাই ভ্যান কেমনে মাইনষেরে দিম জ্ঞান
লাগলে আরো দুই টাকা নেন দোয়া মনের থেইকা দেন।
আইজকা তোর মায় খাইছে আমারে
চাইল ডাইল নুন তেল নাইকা সংসারে
মাছ গোস্ত হইবো না পাঁচশ হাজারে
যাই দেখি বাপে পুতে মিল্লা বাজারে (২)