Megher Nouka Lyrics (মেঘের নৌকা তুমি) | Prohelika

Megher Nouka Song ‍Details

Song: Megher Nouka
Film: Prohelika
Lyrics : Asif Iqbal
Music Director : Imran Mahmudul
Singer: Imran Mahmudul & Konal
Starring: Mahfuz Ahmed & Shabnom Bubly

Megher Nouka Lyrics

মেঘের নৌকা তুমি তোমায় ভাসাবো আকাশে 

সাগরের শঙ্খ তুমি তোমায় বাজাবো বাতাসে

মেঘের নৌকা তুমি তোমায় ভাসাবো আকাশে 

সাগরের শঙ্খ তুমি তোমায় বাজাবো বাতাসে

অরণ্যের পাখি তুমি তোমায় জুরাবো ছায়াতে

হিমালয়ের শিখর তুমি আমার আনন্দ তোমায় ছোঁয়াতে

মেঘের নৌকা তুমি তোমায় ভাসাবো আকাশে 

সাগরের শঙ্খ তুমি তোমায় বাজাবো বাতাসে।


যতক্ষণ তুমি আমি ছুঁয়ে ছুঁয়ে পাশাপাশি থাকি

আমি হই রোদে মেঘে ভেসে যাওয়া ডানা মেলা পাখি (২)

মনে হয় তোমায় নিয়ে জলে ধোয়া অনুভবে রংধনু আঁকি

মেঘের নৌকা তুমি তোমায় ভাসাবো আকাশে 

সাগরের শঙ্খ তুমি  তোমায় বাজাবো বাতাসে


দূর পথে তুমি আমি পায়ে পায়ে হাত ধরে চলে  

ভালোলাগা অনুভবে না বলা কথাগুলো বলে (২)

মন চায় আকাশ হতে 

কিছু নীল নিয়ে এসে সাজাই আচলে

মেঘের নৌকা তুমি তোমায় ভাসাবো আকাশে 

সাগরের শঙ্খ তুমি তোমায় বাজাবো বাতাসে

অরণ্যের পাখি তুমি তোমায় জুরাবো ছায়াতে

হিমালয়ের শিখর তুমি আমার আনন্দ তোমায় ছোঁয়াতে

মেঘের নৌকা তুমি তোমায় ভাসাবো আকাশে 

সাগরের শঙ্খ তুমি তোমায় বাজাবো বাতাসে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url