Surer Dharmo Lyrics (সুরের ধর্ম)
Surer Dharmo Song Info
Song - Surer Dharmo (সুরের ধর্ম )
Lyricist - Arindam Roy Music
Composer - Anurag Chatterjee
Singers - Krishnakali Saha, Niharika Nath, Rahul Sinha, Raktim Chowdhury, Sayantan Adhikary, Sonali Banerjee, Anurag Chatterjee, Tamojit Bose, Jyoti Sharma, Samadipta Mukherjee, Arpita Chakraborty, Amit Talukdar, Soumyadeep Sarkar, Arkadeep Mishra, Debrup Raha, Bidipta Chakraborty, Aditi Chakraborty, Avishek Natta
Surer Dharmo Lyrics
রক্ত কেমন যাচ্ছে ঝরেমৃত্যু আজ কানছে ওই (2)
তোদের কাছে জাতটা বড়
সুরের আবার জাতটা কই (2)
সুর বেধেছি সাম্যতাতে
চোখের জলে দিপ্ত হই (2)
তোরা কেবল বর্ণ দেখিস
সুরের আবার বর্ণ কই (2)
তোদের কাছে জাতটা বড়
সুরের আবার জাতটা কই
তোরা কেবল বর্ণ দেখিস
সুরের আবার বর্ণ কই
মায়ের কোলটা ফাঁকা হলে
লেখা হবে নতুন বই (2)
তোরা শুধু হিংসে জানিস
সুরের আবার হিংসে কই (2)
আ-------------
জয়ের নেশায় মারণ মিছিল
তোরা আবার কিসের জয়ী (2)
ধর্ম যদি মানবি তবে
সুর ছাড়া আর ধর্ম কই (2)
যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত।
অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনং সৃজামহ্যম্
পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম্।
ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।
সুর পেয়েছি গোর দুয়ারে
সুর লিয়েছি খ্রিষ্টতে
সুর বেধেছি কৃষ্ণ রাধার নামেতে বৃন্দাবনে (2)
সুর সেধেছি বৌদ্ধধামে সুর গেয়েছি আযানে………
সবার থেকে সুরটা বড় সুরের আবার জাতটা কই
আমরা কেবল সুরটা দেখি সুরের আবার বর্ণ্ কই
আমরা শুধু সুরটা জানি সুরের আবার হিংসে কই
সুরকে তোমরা ধর্ম বেরু
সুর ছাড়া আর ধর্ম কই
সবার থেকে সুরটা বড় সুরের আবার জাতটা কই
আমরা কেবল সুরটা দেখি সুরের অবার বর্ণ কই
আমরা শুধু সুরটা জানি সুরের আবার হিংসে কই
সুরকে তোমরা ধর্ম বেরু
সুর ছাড়া আর ধর্ম কই।