Ke Je Take Polash Pathay Lyrics (পলাশ)
Palash Song Details
Song Name : Palash (পলাশ)
Lyrics Name: Ritam Sen
Singer Name: Shyamoshree Saha
Palash Song Lyrics
কে যে তাকে পলাশ পাঠায়
ছোটোবেলা থেকে
কে যে তাকে পলাশ পাঠায়
ছোটোবেলা থেকে।
লিলুয়া বাতাসে মেশে
লিলুয়া লিলুয়া
লিলুয়া বাতাসে মেশে
নোলোকের মাস
লিলুয়া বাতাসে মেশে
নোলোকের মাস
আলোর আলাপে
লীন নদী আর ঘাস
আলোর আলাপে
লীন নদী আর ঘাস
চুপিচুপি হাসে প্রত্যেকে
চুপিচুপি হাসে প্রত্যেকে
কে যে তাকে পলাশ পাঠায়
ছোটবেলা থেকে
শেষ হলে আলাপের বেলা
তার বালুচোরি অবহেলা
শেষ হলে আলাপের বেলা
তার বালুচোরি অবহেলা
হরিনের হিসেব মেলায়
হরিনের হিসেব মেলায়
আলেয়া জ্বালাই চোখে চোখে রেখে
কে যে তাকে পলাশ পাঠায়
ছোটো বেলা থেকে
কে যে তাকে পলাশ পাঠায়
ছোটোবেলা থেকে
লিলুয়া বাতাসে মেশে
নোলোকের মাস
আলোর আলাপে লীন নদী আর ঘাস
কে যে তাকে পলাশ পাঠায়
ছোট বেলা থেকে
কে যে তাকে পলাশ পাঠায়