Tumi Kon Kanoner Ful Lyrics (তুমি কোন্ কাননের ফুল)
Tumi Kon Kanoner Ful Lyrics Info
তালঃ আড়খেমটা
Tumi Kon Kanoner Ful Lyrics (তুমি কোন্ কাননের ফুল):
তুমি কোন্ কাননের ফুলকোন্ গগণের তারা
তোমায় কোথায় দেখেছি
যেন কোন্ স্বপনের পারা।
কবে তুমি গেয়েছিলে
আখিঁর পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি।
শুধু মনের মধ্যে জেগে আছে
ওই নয়নের তারা।
তুমি কথা কয়ো না,
তুমি চেয়ে চলে যাও;
এই চাঁদের আলোতে তুমি
হেসে গলে যাও।
আমি ঘুমের ঘোরে চাঁদের পানে
চেয়ে থাকি মধুর প্রাণে,
তোমার আখিঁর মতন দুটি তারা
ঢালুক কিরণধারা।