Mon Bajare Lyrics (মন বাজারে) | Abar Bibaho Obhijaan
Mon Bajare (মন বাজারে) Song Details
Movie:Abar Bibaho ObhijaanMusic: Jeet Gannguli
Lyrics: Prasen
Singer: Nakash Aziz
Recordist: Rupjit Das
Programming Mixed and Mastered: Aditya Dev
Mon Bajare (মন বাজারে) Song
Mon Bajare Lyrics (মন বাজারে)
উড়ে যাক পরান পাখি
ঝড়ে যাক নেশার কাঠি
লড়ে যাক জমজমাটি
পাগল পাগল মন
চলে আয় সঙ্গে যাব
কোলে তোর কলকলাব
রাতে বাড়ি ফিরছি নাগো
তুই যক্ষের ধন
আ... আ.... আ....
তোকে মন বাজারে
তোকে হৃদ মাঝারে
তোকে মন বাজারে
হৃদ মাঝারে রেখে দেব আয়
তোকে দুষ্টুমিতে মিষ্টি করে একেঁ দেব আয়
তোকে মন বাজারে
হৃদ মাঝারে রেখে দেব আয়
তোকে দুষ্টুমিতে মিষ্টি করে একেঁ দেব আয়
যদি তুমি হও রাধা
থাকবে না কোনো বাধা
আমি তোমার কালারে
ওরে মধুবালা রে
কে আর পায় আমাকে
একসাথে ডিসকো থেকে
নেশা নেশা গন্ধ মেখে
ফ্লার্টিং করি আয়
ধুমাধুম বাড়ছে বুকে
খেপে গেছি প্রথম লুকে
দিকে তোর পরছি ঝুকে
দারুণ স্ট্যামিনায়
আ... আ.... আ....
তোকে মন বাজারে
তোকে হৃদ মাঝারে
তোকে মন বাজারে
হৃদ মাঝারে রেখে দেব আয়
তোকে দুষ্টুমিতে মিষ্টি করে একেঁ দেব আয়
তোকে মন বাজারে
হৃদ মাঝারে রেখে দেব আয়
তোকে দুষ্টুমিতে মিষ্টি করে একেঁ দেব আয়
তোকে মন বাজারে
হৃদ মাঝারে রেখে দেব আয়
তোকে দুষ্টুমিতে মিষ্টি করে একেঁ দেব আয়।