Deora Lyrics (দেওরা লিরিক্স) | Coke Studio
Deora Song Details:
Produced & Curated by Shayan Chowdhury Arnob
Music Composed and Produced by Pritom Hasan
Deora Written by Pritom Hasan, Fazlu Majhi
Choir arrangement: Pritom Hasan & Armeen Musa
Mixed and Mastered by Pritom Hasan
দেওরা লিরিক্স
এতো সুরে রঙিন, সোনার তরী
কোথায় গেলে পাবে?যত বারেই ফিরি ঘরে, তবু
ভরে না মন তাতে, তাতে...
হতে লাগে রে হাতে
আরে, হাতে লাগে ব্যাথা রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
আরে, হাতে লাগে ব্যাথা রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
হায়রে আমরার বাড়ি আইসো দেওরা
বসতে দেবো পিড়া
হায় হায় বসতে দিবো পিড়া
আরে জলপান করিতে দেবো
শালিক ধানের চিড়া রে
আরে, হাতে লাগে ব্যাথা রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
আরে, হাতে লাগে ব্যাথা রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
ভাবি আমার পরিয়াছে লাল রঙের শাড়ি
ভাবি আমার পরিয়াছে লাল রঙের শাড়ি
দুই হাতেতে পরিয়াছে রেশমি কাচের চুড়ি
খোঁপাতে বাবলা গাছের ফুল
কানে ঝুলিতেছে ঝুমকা নামের দুল
আরে, আইজকা মোরা বাইচাল পারছি
মনেরই মতন
হায় হায় মনেরই মতন
দেখো বাইচ খেলিয়া এবার কিন্তু
জীবন করবো সার্থক রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
হায়রে, আগা লায়ে বৈঠার সাথে
মারবে তোমারা টান
আর, ঝড় তুফান আসিলে কিন্তু
নৌকা যাবে চলি রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
আরে, হতে লাগে রে হাতে
হাতে লাগে ব্যাথা রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
এতো সুরে রঙিন, সোনার তরী
কোথায় গেলে পাবে?
যত বারেই ফিরি ঘরে, তবু
ভরে না মন তাতে
কোথায় গেলে পাবে?
যত বারেই ফিরি ঘরে, তবু
ভরে না মন তাতে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে
FAQ About Deora Song:
প্রীতম হাসান ও পালাগানের গায়ক ইসলাম উদ্দিন। ইসলাম ও প্রীতম ছাড়াও গানে কণ্ঠ দিয়েছেন আরমীন মুসা এবং তার কয়্যার ‘ঘাসফড়িং’।
কোক স্টুডিও কর্তৃক প্রকাশিত “পালা গান”।
প্রীতম হাসান ও ফজলু মাঝি।
ভাই থিমটা দেয়া যাবে।সাপোট করছি অলওয়েজ
মেইল এড্রেস টা দিয়েন।