Je Tuku Somoy Tumi Thako Kache Lyrics (যে টুকু সময় তুমি থাকো কাছে)
Je Tuku Somoy Tumi Thako Kache Song Details:
Song: Jetuku Somoy Tumi Thako Kache
Cast: Manna & Poly
Singer: Andrew Kishore & Kanak Chapa
Lyric & Music: Ahmed Imtiaz Bulbul
Movie: Fire
Jetuku Somoy Tumi Thako Kache Lyrics:
যে টুকু সময় তুমি থাকো কাছেমনে হয় এ দেহে প্রাণ আছে
বাকিটা সময় যেন মরণ আমার
হৃদয় জুড়ে নামে অথই আঁধার। [২বার]
ব্যথার সমাধিতে বসে এ মন
ফোটায় আষাঢ় ফুল রাশি রাশি
যখন দেখি ওই মুখে হাসি
সপ্ন থেকে আসো নয়নেতে
নয়ন থেকে তুমি স্বপ্ন হাড়াও
জাগরণে এসে কাছে দাঁড়াও
যে টুকু সময় তুমি থাকো কাছে
মনে হয় এ দেহে প্রাণ আছে
বাকিটা সময় যেন মরণ আমার
হৃদয় জুড়ে নামে অথই আঁধার। [২বার]
শিশুকালের রুপকথাগুলো
পায়ে পায়ে সব আসে ফিরে
তোমার কথা রুপকথা ফিরে
ভুলে ভরা যতো স্বরলিপি
গানের কোকিল হয়ে ওঠে ডেকে
কাছে এলে তুমি দূরে থেকে
যে টুকু সময় তুমি থাকো কাছে
মনে হয় এ দেহে প্রাণ আছে
বাকিটা সময় যেন মরণ আমার
হৃদয় জুরে নামে অথই আঁধার। [৩ বার]