Ei Sundor Sharnali Shondhay Lyrics (এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়)

Ei Sundor Sharnali Shondhay Lyrics (এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়) Song Info

Song : Ei Sundar Swarnali Sandhay
Film Name : Hospital
Singer : Geeta Dutt
Music : Amal Mukherjee
Lyrics : Gauriprasanna Mazumder

Ei Sundor Sharnali Shondhay (এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়) Video Song

Ei Sundor Sharnali Shondhay Lyrics (এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়)

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো বন্ধু
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো বন্ধু
কোন রক্তিম পলাশের স্বপ্ন
মোর অন্তরে ছড়ালে গো বন্ধু
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো বন্ধু

আমলকি পেয়ালের কুঞ্জে
কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে

আমলকি পেয়ালের কুঞ্জে
কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে
বুঝি সেই সুরে আমারে ভরালে গো
বন্ধু....
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো বন্ধু

বাতাসের কথা সে তো কথা নয়
রূপকথা ঝড়ে তার বাঁশিতে
আমাদের মুখে কোন কথা নেই
শুধু দুটি আঁখি পরে রাখে হাসিতে

বাতাসের কথা সে তো কথা নয়
রূপকথা ঝড়ে তার বাঁশিতে
আমাদেরও মুখে কোন কথা নেই
শুধু দুটি আঁখি পরে রাখি হাসিতে

কিছু পরে দূরে তারা জ্বলবে
হয়তো তখন তুমি বলবে

কিছু পরে দূরে তারা জ্বলবে
হয়তো তখন তুমি বলবে
জানি মালা কেন গলে পরালে গো
বন্ধু...

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো বন্ধু
কোন রক্তিম পলাশের স্বপ্ন
মোর অন্তরে ছড়ালে গো বন্ধু
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো বন্ধু

আরও পড়ুনঃ

Am Bagane Iter Vata Lyrics (আম বাগানে ইটের ভাটা লিরিক্স)

Batase Ful Jhore Jay Ful Lyrics (বাতাসে ফুল ঝরে যায় ফুল) | Gan Poka

Dhonno Dhonno Gonno Sokol Lyrics | Dictionary - ডিকশনারি | Gan Poka

Pirit Noy Amar Kaj Lyrics (পিরিতি নয় আমার কাজ) | Gaan Poka

Sob Kichu Mitthe Lyrics (সবকিছু মিথ্যে) | Gaan Poka

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url