Oi Mousumi Mon lyrics (ওই মৌসুমী মন)

 


Song: Oi Mousumi Mon
Original Singer: Manabendra Mukhopadhyay
Cover Singer: Aditi Chakraborty

ওই মৌসুমী মন

শুধু রং বদলায়

এই মৌমাছি মন

মরে মৌ পিয়াসায় (২)


সোনা রঙ্গেরে, তটিনী রঙ্গেরে

সোনা রঙ্গেরে, তটিনী রঙ্গেরে

চলো তরঙ্গেরে, তাকে দোলায়

মরি যে হায়

হায়


ওই মৌসুমী মন


জানিনা... জানিনা

কী মধু আবেশে

কী কথা ভাবে সে

জানিনা


কী নিয়ে থাকে সে

কী ছবি আঁকে সে

যে রে

জানিনা


তার দুকূলে ভাসানো

লহরী কাঁপানো

ভাবেরও খেলাতে

বেলা যে যায়


সোনা রঙ্গেরে, তটিনী রঙ্গেরে

সোনা রঙ্গেরে, তটিনী রঙ্গেরে

চলো তরঙ্গেরে, তাকে দোলায়

মরি যে হায়

হায়


ওই মৌসুমী মন


কী করে কাটি

ও মনে দাগ

ও চোখে আঁকি

এ অনুরাগ


জানিনা, জানিনা

কী করে কবে সে

আমারই হবে সে

জানিনা


কী ভালো বোঝে সে

কী আজও খোঁজে সে

যে রে

জানিনা


তার প্লাবনে ভাসানো

নেশাতে মেশানো

রূপেরই তরী সে

বাঁধে কোথায়


সোনা রঙ্গেরে, তটিনী রঙ্গেরে

সোনা রঙ্গেরে, তটিনী রঙ্গেরে

চলো তরঙ্গেরে, তাকে দোলায়

মরি যে হায়

হায়


ওই মৌসুমী মন

শুধু রং বদলায়

এই মৌমাছি মন

মরে মৌ পিয়াসায়


সোনা রঙ্গেরে, তটিনী রঙ্গেরে

সোনা রঙ্গেরে, তটিনী রঙ্গেরে

চলো তরঙ্গেরে, তাকে দোলায়

মরি যে হায়

হায়

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url