Oh My Love lyrics

 

Song: Oh My Love
Singers: Kunal Ganjawala, Shreya Ghoshal

You and me together

Make it all seem right

Oh my love

Be my love

I just wanna die in your arms

Oh my love


Oh my love

Be my love

I just wanna die in your arms

Oh my love


আমার স্বপ্ন জুড়ে তুই

আর তোর চিন্তারা শুধুই

ঘুরেফিরে যাচ্ছে বারেবার

আর কোনো রাস্তা নেই আমার

বলনা তোর দোহাই, প্রেম ভাসাই

কোন জলে......


ও মাই লাভ

আদুরে আলাপ

ছুঁয়ে তোর আঁচল এলাম বলে


বি মাই লাভ

একটা গোলাপ

চুপিসারে রেখে গেলাম তোর কোলে


সুখেরই চাদরে রোদেরই আদর

পাঠিয়েছি তোর নামে

চাঁদেরই আলোকে রূপোলী পালক

রাখা আছে নীল খামে


তোর উত্তরেরই আশায়

প্রশ্নেরা চিহ্ন ভুলে যায়

আবেগের ব্যস্ত পারাপার

আর কোনো রাস্তা নেই আমার

বলনা তোর দোহাই, প্রেম ভাসাই

কোন জলে.....


ও মাই লাভ

আদুরে আলাপ

ছুঁয়ে তোর আঁচল এলাম বলে


বি মাই লাভ

একটা গোলাপ

চুপিসারে রেখে গেলাম তোর কোলে


মনেরই দেওয়ালে

খামোখা খেয়ালে

জাগিয়ে চলে যা

তবু তো বলে যা

কবে রে আমার হবি


তোর উত্তরেরই আশায়

প্রশ্নেরা চিহ্ন ভুলে যায়

আবেগের ব্যস্ত পারাপার

আর কোনো রাস্তা নেই আমার

বলনা তোর দোহাই, প্রেম ভাসাই

কোন জলে....


ও মাই লাভ

আদুরে আলাপ

ছুঁয়ে তোর আঁচল এলাম বলে


বি মাই লাভ

একটা গোলাপ

চুপিসারে রেখে গেলাম তোর কোলে


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url