Neel Digant lyrics (কিছু স্বপ্ন, কিছু মেঘলা)

 

Song: Neel Digant
Singer: Shreya Ghosal

কিছু স্বপ্ন, কিছু মেঘলা 

কিছু বই টই ধুলো লাগা 

কিছু ইচ্ছে সাড়া দিচ্ছে 

এ বসন্ত, জেগে থাকা 


মম চিত্তে, পাশ ফিরতে

আজ পলাশ ফুলের কাব্য 

নিতি নিত্যে হয়ে চিত্তে

শুধু তোমার কথায় ভাববো 


আজ হাওয়া বেপরোয়া

দিলো সন্ধ্যে পথের ঝাঁপ 

এই বিকেল আর বেল ফুল

হৃদ মাঝারে থাক 


নীল দিগন্তে,

ঐ ফুলের আগুন লাগলো 

লাগলো নীল দিগন্তে 

বসন্তে

সৌরভের শিখা জাগলো 

বসন্তে নীল দিগন্তে 


দিগন্তে সুরের আগুন

জ্বলছে অবুঝ ফাগুন 

করছে কি ভয়টয়

মন হলে নয়ছয়

পাতা ঝড়ার মরসুম 


আজ হাওয়া বেপরোয়া

দিলো সন্ধ্যে পথের ঝাঁপ 

এই বিকেল আর বেল ফুল

হৃদ মাঝারে থাক 


নীল দিগন্তে

ঐ ফুলের আগুন লাগলো 

লাগলো নীল দিগন্তে 

বসন্তে,

সৌরভের শিখা জাগলো 

বসন্তে নীল দিগন্তে 


কিছু স্বপ্ন, কিছু মেঘলা 

চোখে চোখ রাখা এক রত্তি 

কিছু ইচ্ছে সাড়া দিচ্ছে 

মনে ইতিউতি তিন সত্যি 


তার সঙ্গে, বিভঙ্গে

দেখি কি হয়, ভালো মন্দ্যি

গঙ্গে, সে তরঙ্গে

এলো ঢেউ কুচ কুচ সন্ধ্যে 


আজ হাওয়া বেপরোয়া

দিলো সন্ধ্যে পথের ঝাঁপ 

এই বিকেল আর বেল ফুল

হৃদ মাঝারে থাক 


নীল দিগন্তে

ঐ ফুলের আগুন লাগলো 

লাগলো নীল দিগন্তে 

বসন্তে

সৌরভের শিখা জাগলো 

বসন্তে নীল দিগন্তে 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url