Lage Na Nao Lyrics | মন আমার যেন শুকনো নদী
Song : Lage Na nao
Lalon Geeti
মন আমার যেন শুকনো নদী
লাগে না নাও, পার হয়ে যাও
ইচ্ছে থাকে যদি।
দূরদেশের একটা ভেলা
ডাকে তোমায় খোলামেলা,
দেখো না সুখ মিলে কিনা
রইবে পাখাল-পাখিহীনা,
দেখো না সুখ মিলে কিনা
ইহকাল অবধি।
লাগে না নাও, পার হয়ে যাও
ইচ্ছে থাকে যদি।
দূরদেশের একটা ভেলা
ডাকে তোমায় খোলামেলা,
দেখো না সুখ মিলে কিনা
রইবে পাখাল-পাখিহীনা,
দেখো না সুখ মিলে কিনা
ইহকাল অবধি।