Kon kole nanabidh lyrics
Song :Kon kole nanabidh
Lalon Geeti
কোন কলে নানাবিধ
আওয়াজ উদয়,
কোন কলে নানান ছবি
নাচ করে সদাই।
কলমা পড়ি কল চিনিনে
যে কলে ঐ কলমা চলে,
উপর-উপর বেড়াই ঘুরে
গভীরে ডুবিল না হৃদয়।
কলের পাখি কলের ধুঁয়া
কলের মোহর গিরে দেওয়া,
কল ছুটিলে যাবে হাওয়া
কে রবে কোথায়।
আপন দেহের কল না ঢুঁড়ে
বিভোর হলে কলমা পড়ে,
ফকির লালন বলে মুর্শিদ ছেড়ে
কে পাবে খোদায়।
আওয়াজ উদয়,
কোন কলে নানান ছবি
নাচ করে সদাই।
কলমা পড়ি কল চিনিনে
যে কলে ঐ কলমা চলে,
উপর-উপর বেড়াই ঘুরে
গভীরে ডুবিল না হৃদয়।
কলের পাখি কলের ধুঁয়া
কলের মোহর গিরে দেওয়া,
কল ছুটিলে যাবে হাওয়া
কে রবে কোথায়।
আপন দেহের কল না ঢুঁড়ে
বিভোর হলে কলমা পড়ে,
ফকির লালন বলে মুর্শিদ ছেড়ে
কে পাবে খোদায়।