Jokhon Nirobe Dure (যখন নীরবে দূরে দাঁড়াও এসে)


Song: Jokhon Nirobe Dure
Singer: Anindya Bose

যখন নীরবে দূরে দাঁড়াও এসে

যেখানে পথ বেঁকেছে

যখন নীরবে দূরে দাঁড়াও এসে

যেখানে পথ বেঁকেছে

তোমায় ছুঁতে চাওয়ার মুহুর্তরা

কে জানে কী আবেশে দিশাহারা


আমিও ছুটে যাই সে গভীরে

আমিও ধেয়ে যাই কী নিবিড়ে

তুমি কি মরীচিকা না ধ্রুবতারা


যখন রোদেরই কণা, ধানেরই শীষে

বিছিয়ে দেয় রোদ্দুর

তোমায় ছুঁতে চাওয়ার মুহুর্তরা

কে জানে, কী আবেশে দিশাহারা


আমিও ছুটে যাই সে দিগন্তে

আমিও ধেয়ে যাই কী আনন্দে

তুমি কি, ভুলে যাওয়া কবিতারা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url