Jege Jege lyrics (জেগে জেগে কত পার করে দেওয়া রাত)

 

Song: Jege Jege
Singer: Shreya Ghoshal
Lyrics: Srijato


জেগে জেগে কত পার করে দেওয়া রাত
আরও একবার মুঠোর মধ্যে হাত
তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো
শরীরে শরীরে মন তবু অক্ষত
আজ রাতে চলে যেও না
যেও না, যেও না
আজ রাতে না না, না না

ঠোঁটের শহর আদর সনে যেতে
সম্মোহনের সময় হয় না মিথ্যে
চেনা মন দানে নিজেকে রেখেছি নিজে
জলে নয় চোখ অপেক্ষা লেগে ভিজে
আজ রাতে চলে যেও না
যেও না, যেও না আজ রাতে

দুজনের মাঝে সেলাই দাগের সুতো
স্মৃতি বলে দেয়, দুঃখ কিভাবে ছুঁতো
ছুঁয়ে দেখো তুমি, এখনো কাঁপছে পাতা
আলতো আঙুলে বেছে নাও চোরকাঁটা
আজ রাতে চলে যেও না
যেও না, যেও না আজ রাতে

এসো একবার শরীরের পথে পথে
ঘুরে দেখে নি কত অঘটন ঘটে
মরে যেতে পারি সহজে, এত চাওয়া
বেঁচে নেবো বলে পাশাপাশি হেঁটে যাওয়া
আজ রাতে চলে যেও না
যেও না, যেও না আজ রাতে

জেগে জেগে কত পার করে দেওয়া রাত
আরও একবার মুঠোর মধ্যে হাত
তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো
শরীরে শরীরে মন তবু অক্ষত
আজ রাতে চলে যেও না
যেও না, যেও না
আজ রাতে না না, না না
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url