Goti Jarata Lyrics (গতি জড়তা লিরিক্স) | Gaanpoka

Goti Jarata Lyrics (গতি জড়তা লিরিক্স) | Gaanpoka


Goti Jarata Lyrics (গতি জড়তা লিরিক্স) | Gaanpoka

গানঃ গতি জড়তা
কথাঃ চঞ্চল মাহমুদ
স্বত্বঃ গানপোকা

Goti Jarata Lyrics (গতি জড়তা লিরিক্স) | Gaanpoka

পৃথিবীর চারপাশে দড়ি পেঁচিয়ে
ছুড়ে দিয়েছে কে যে লাটিম ভেবে
পৃথিবীর চারপাশে দড়ি পেঁচিয়ে
ছুড়ে দিয়েছে কে যে লাটিম ভেবে
ওরা গতির ভেতর
ভোগে গতি জড়তায়
ওরা গতির ভেতর
ভোগে গতি জড়তায়
আর গণিতের দেহ থেকে
লাশ ঝড়ে যায়
আর গণিতের দেহ থেকে
লাশ ঝড়ে যায়

একটা ফলের ভেতর পোকার
ফলের ভেতর পোকার...
নিবিড় বসবাস
নিবিড় বসবাস
আমার মাথা ভর্তি আকাশ
আর পায়ের নিচে ঘাস
একটা ফলের ভেতর পোকার
ফলের ভেতর পোকার...
নিবিড় বসবাস
নিবিড় বসবাস
আমার মাথা ভর্তি আকাশ
আর পায়ের নিচে ঘাস

ধরে
পতনের প্রবাহতে বুকভাঙ্গা গান
ধরে
পতনের প্রবাহতে বুকভাঙ্গা গান
ধরে
করে চলেছি শুধু লাশ নির্মাণ
করে চলেছি শুধু লাশ নির্মাণ

তের বছর
মারবেল হাতে
মারবেল হাতে...
খেলে যেমন
খেলে যেমন...
কারও কারও হাতে
পৃথিবীটাও নিয়মিত এমন
তের বছর
মারবেল হাতে
মারবেল হাতে...
খেলে যেমন
খেলে যেমন...
কারও কারও হাতে
পৃথিবীটাও নিয়মিত এমন
ওরা
চোখ বুঝে চোখ
খুলে নিরিখ করে
ওরা
চোখ বুঝে চোখ
খুলে নিরিখ করে
আর পৃথিবীও গড়ে গড়ে গর্তে পড়ে
আর পৃথিবীও গড়ে গড়ে গর্তে পড়ে

পৃথিবীর চারপাশে দড়ি পেঁচিয়ে
ছুড়ে দিয়েছে কে যে লাটিম ভেবে
পৃথিবীর চারপাশে দড়ি পেঁচিয়ে
ছুড়ে দিয়েছে কে যে লাটিম ভেবে
ওরা গতির ভেতর
ভোগে গতি জড়তায়
ওরা গতির ভেতর
ভোগে গতি জড়তায়
আর গণিতের দেহ থেকে
লাশ ঝড়ে যায়
আর গণিতের দেহ থেকে
লাশ ঝড়ে যায়
আর গণিতের দেহ থেকে
আর লাশ ঝড়ে যায় 
আর লাশ ঝড়ে যায়
আর লাশ ঝড়ে যায়
আর লাশ ঝড়ে যায়
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url