Dhak Baja Kashor Baja Lyrics (ঢাক বাজা কাঁসর বাজা)
Song: Dhak Baja Kashor Baja
Singer: Shreya Ghoshal
Lyrics: Priyo Chatterjee
ঢাক বাজা, কাঁসর বাজাউলু দে আর শাঁখ বাজা
বছর পরে আবার এলো মা যে
পুজো পুজো গন্ধ নিয়ে
নতুন গানের ছন্দ নিয়ে
শারদীয়ায় খুশিতে মন নাচে
এলো এলো এলো এলো মা
দুর্গা মা
আরে এলো এলো এলো এলো মা
দুর্গা মা
বলো দুর্গা মাঈকি জয়
বলো দুর্গা মাঈকি জয়
মা, তুমি যে মা
তোমার স্নেহ মায়ার, নেই তুলনা
ও ও ও আজ সপ্তমীতে
তোমারই আসনে দিলাম এ আলপনা
নতুন জামা, নতুন শাড়ী
ঘরের পুজো, বারোয়ারী
সবকিছু তে প্রেম জড়িয়ে আছে
পুজো পুজো গন্ধ নিয়ে
নতুন গানের ছন্দ নিয়ে
শারদীয়ায় খুশিতে মন নাচে
এলো এলো এলো এলো মা
দুর্গা মা
আরে এলো এলো এলো এলো মা
দুর্গা মা
মা, ও দুর্গা মা
জানি তোমার নামের কী মহিমা
ও ও ও আজ অষ্টমীতে
ঐ রাঙা চিরুনি, দিলাম অঞ্জলী মা
নবমীতে ভোগ প্রসাদ,
দশমীতে মন বিষাদ,
বিসর্জনের সময় এলে কাছে।
পুজো পুজো গন্ধ নিয়ে
নতুন গানের ছন্দ নিয়ে
শারদীয়ায় খুশিতে মন নাচে
এলো এলো এলো এলো মা
দুর্গা মা
আরে এলো এলো এলো এলো মা
দুর্গা মা
বলো দুর্গা মাঈকি জয়
বলো দুর্গা মাঈকি জয়