Chol Rastay Saji Tram Line Lyrics (চল রাস্তায় সাজি ট্রাম লাইন)

 



Song: Chol Rastay Saji Tram Line
Singer: Shreya Ghoshal
Lyrics: Srijato


চল রাস্তায় সাজি ট্রাম লাইন

আর কবিতায় শুয়ে কাপ্লেট

আহা উত্তাপ কত সুন্দর

তুই থার্মোমিটারে মাপলে


হিয়া টুপটাপ জিয়া নস্টাল

মিঠে কুয়াশায় ভেজা আস্তিন

আমি ভুলে যাই কাকে চাইতাম

আর তুই কাকে ভালোবাসতিস


চল রাস্তায় সাজি ট্রাম লাইন


প্রিয় বন্ধুর পাড়া নিঝুম

চেনা চাঁদ চলে যায় রিকশায়

মুখে যা খুশি বলুক রাত্তির

শুধু চোখ থেকে চোখে দিক সায়


পায়ে ঘুম যায় একা ফুটপাত

ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক

আমি ভুলে যাই কাকে চাইতাম

আর তুই কাকে ভালোবাসতিস


চল রাস্তায় সাজি ট্রাম লাইন


পোষা বালিশের নীচে পথঘাট

যারা সস্তায় ঘুম কিনতো

তারা কবে ছেড়ে গেছে বন্দর

আমি পাল্টে নিয়েছি রিংটোন


তবু বারবার তোকে ডাক দিই

একি উপহার নাকি শাস্তি

আমি ভুলে যাই কাকে চাইতাম

আর তুই কাকে ভালোবাসতিস

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url