Chithi Ra Chilo Lyrics (চিঠিরা ছিল এলোমেলো)
Song: Chithi Ra Chilo
Singer: Shreya Ghoshal
Lyrics: Srijato
চিঠিরা ছিল এলোমেলো
কে জানে তুমি ছিলে কোথায়
হঠাৎই হাওয়া ছুটে এলো
পুরনো একলা চিলেকোঠায়
শুনিয়েছিলে আমাকে তুমি কবে
ঘুমিয়ে পড়েছে সে গান
পিয়া ভোলো
পিয়া ভোলো অভিমান
পিয়া ভোলো
দুপুরে ভূতে পাওয়া ছাদে
পৃথিবী একা হয়ে থাকে
এসেছি মন কেমন সারাতে
তবুও খুঁজিনি তোমাকে
বিকেলের রোদে মুখ ডুবিয়ে আছি
বিষাদের মিনারে আজান
পিয়া ভোলো
পিয়া ভোলো অভিমান
পিয়া ভোলো
কখনো ভেবে দেখেছো কি
কতটা একা হয়ে আছি
শুকিয়ে গেছে দুটো চোখই
কিভাবে খেলি কানামাছি
হারিয়ে ফেলা নামে ডাকি না আর
চিলেকোঠা ভাঙ্গে, বানাই
পিয়া ভোলো
পিয়া ভোলো অভিমান
পিয়া ভোলো
চিঠিরা ছিল এলোমেলো
কে জানে তুমি ছিলে কোথায়
হঠাৎই হাওয়া ছুটে এলো
পুরনো একলা চিলেকোঠায়
শুনিয়েছিলে আমাকে তুমি কবে
ঘুমিয়ে পড়েছে সে গান