Briddhashram Lyrics (ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার)

Song :Briddhashram
Singer : Nachiketa Chakraborty   

ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার

মস্ত ফ্ল্যাটে যায়না দেখা এপার ওপার

ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার

মস্ত ফ্ল্যাটে যায়না দেখা এপার ওপার 


নানান রকম জিনিস আর আসবাব দামী দামী

সব চেয়ে কম দামী ছিলাম একমাত্র আমি ।

ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম

আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম 


আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না

ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না 

আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না

ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না 


ওর বাবার ছবি, ঘড়ি , ছড়ি বিদেয়  হল তাড়াতাড়ি

ছেড়ে দিল, কাকে খেলো পোষা বুড়ো ময়না

স্বামী স্ত্রী আর alsatian জায়গা বড়ই কম

আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম 


নিজে হাতে ভাত খেতে পারতো নাকো খোকা

বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা

ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে

খোকা বোধহয় আর কাঁদেনা  নেই বুঝি আর মনে

ছোট্টবেলার স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে

দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url