Bondhu Chol lyrics (বন্ধু চল জলছবি রংমশাল)
Song: Bondhu Chol
Singer: Anupam Roy
Lyricist: Anindya Chatterjee
জলছবি, রংমশালজলছবি, রংমশাল
স্কুল ছুটির হজমিরা
পায়রাদের গল্প বল
বন্ধু চল
রামধনু ঝালমুড়ি
হাফ টিকিট আব্বুলিশ
বিটনুন আর চুরমুরের
গল্প বল
বন্ধু চল
বন্ধু চল রোদ্দুরে
মন কেমন মাঠ জুড়ে
খেলব আজ ওই ঘাসে
তোর টিমে তোর পাশে
ফুটকড়াই এন্টেনা
হাত চিঠি হাফ প্যাডেল
আয়না আর জলপরীর
গল্প বল
বন্ধু চল
সাপ-লুডো চিত্রহার
লোডশেডিং শুকতারা
পাঁচসিকের দুঃখদের
গল্প বল
বন্ধু চল
বন্ধু চল বলটা দে
রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা ওই ঘাসে
তোর টিমে তোর পাশে
ভাড়া করা সাইকেল রেসগুলো
ছুটছে ব্যাক পাসে
ধোঁয়া ধোঁয়া নৌকার ছাইগুলো
উড়ছে একপাশে
ভাড়া করা সাইকেল রেসগুলো
ছুটছে ব্যাক পাসে
খালি গায়ে নৌকার ছাইগুলো
উড়ছে একপাশে
সেলোফেনে মুড়ে রাখা রাংতারা
সাদা-কালো অ্যালবামে
সন্ধ্যের আরতির শাঁখ বাজে
বন্ধুর ডাকনামে
বন্ধু চল বলটা দে
রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা ওই ঘাসে
তোর টিমে তোর পাশে
জলছবি, রংমশাল
স্কুল ছুটির হজমিরা
পায়রাদের গল্প বল
বন্ধু চল
রামধনু ঝালমুড়ি
হাফ টিকিট আব্বুলিশ
বিটনুন আর চুরমুরের
গল্প বল
বন্ধু চল
বন্ধু চল বলটা দে
রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা ওই ঘাসে
তোর টিমে তোর পাশে