Karo Robe Na E Dhon Jibon Joubon Lyrics | Mon Amar Gelo Jana
Song : karo robe na e dhon jibon joubon
Lalon Geeti
Song : karo robe na e dhon jibon joubon
Lalon Geeti
মন আমার গেল জানা
কারো রবে না এ ধন, জীবন যৌবন
তবে কেন এত বাসনা
একবার সবুরের দেশে, বয় দেখি দম কষে
উঠিস নারে ভেসে পেয়ে যন্ত্রণা
যে করে কালার চরণের আশা
জানো নারে মন তার কী দুর্দশা
ভক্ত বলী রাজা ছিল, সর্বস্ব ধন নিল
বামুনরূপে প্রভু করে ছলনা
প্রহ্লাদ চরিত্র ছিল চিত্রধামে
কত কষ্ট হল সেই হরিনামে
তারে আগুনে পুড়ালো জলেতে ডুবাল
তবু না ছাড়িল শ্রীরূপসাধনা
কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল
অতিথিরূপে সবংশ নাশিল
তবু কর্ণ অনুরাগী, না হইল দুখী
অতিথির মন করে সান্ত্বনা
রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে
শক্তিশেল হানিল তার বক্ষস্থলে
তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি
লালন বলে করো এ বিবেচনা
কারো রবে না এ ধন, জীবন যৌবন
তবে কেন এত বাসনা
একবার সবুরের দেশে, বয় দেখি দম কষে
উঠিস নারে ভেসে পেয়ে যন্ত্রণা
যে করে কালার চরণের আশা
জানো নারে মন তার কী দুর্দশা
ভক্ত বলী রাজা ছিল, সর্বস্ব ধন নিল
বামুনরূপে প্রভু করে ছলনা
প্রহ্লাদ চরিত্র ছিল চিত্রধামে
কত কষ্ট হল সেই হরিনামে
তারে আগুনে পুড়ালো জলেতে ডুবাল
তবু না ছাড়িল শ্রীরূপসাধনা
কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল
অতিথিরূপে সবংশ নাশিল
তবু কর্ণ অনুরাগী, না হইল দুখী
অতিথির মন করে সান্ত্বনা
রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে
শক্তিশেল হানিল তার বক্ষস্থলে
তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি
লালন বলে করো এ বিবেচনা