Gahana Kusuma Kunja Majhe Lyrics (গহন কুসুম কুঞ্জ মাঝে) | Rabindra Sangeet
Gahana Kusuma Kunja Majhe Lyrics (গহন কুসুম কুঞ্জ মাঝে) | Rabindra Sangeet
গানঃ গহন কুসুম-কুঞ্জ মাঝে
লিরিক্সঃ রবীন্দ্রনাথ ঠাকুর
রাগঃ কীর্তন
তালঃ একতাল
স্বরলিপিকারঃ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, সরলা দেবী
Gahana Kusuma Kunja Majhe Lyrics (গহন কুসুম কুঞ্জ মাঝে) | Rabindra Sangeet
গহন কুসুম-কুঞ্জ মাঝেমৃদুল মধু র বংশি বাজে,
বিসরি ত্রাস লোক লাজে
সজনি, আও আও লো।
পিনহ চাৰু নীল বাস,
হৃদয়ে প্রণয় কুসুম রাশ,
হরিণ নেত্রে বিমল হাস,
কুঞ্জ বনমে আও লো।
ঢালে কুসুম সুরভ-ভার,
ঢালে বিহগ সুরব-সার,
ঢালে ইন্দু অমৃত-ধার
বিমল রজত ভাতিরে।
মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে,
অযুত কুমুম কুঞ্জে কুঞ্জে,
ফুটল সজনি পুঞ্জে পুঞ্জে
বকুল যূথি জাতিরে।
দেখলো সখি শ্যামরায়,
নয়নে প্রেম উথল যায়,
মধুর বদন অমৃত সদন
চন্দ্রমায় নিন্দিছে
আও আও সজনি-বৃন্দ,
হেরব সখি শ্রীগোবিন্দ,
শ্যামকে পদারবিন্দ
ভানুসিংহ বন্দিছে।
Read More:
Aji bari jhore jhorjhor lyrics (আজ বারি ঝরে ঝরঝর )
Aji jhoro jhoro mukhoro badol dine lyrics (আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে)
Fagun Haway Haway Lyrics (ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান) | Rabindra Sangeet