Fagun Haway Haway Lyrics (ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান) | Rabindra Sangeet

Fagun Haway Haway Lyrics (ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান) | Rabindra Sangeet


Fagun Haway Haway Lyrics (ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান) | Rabindra Sangeet

Song: Fagun Haway Haway
Lyrics: Rabindra Sangeet
Parjaay: Prakriti
Upa-parjaay: Basanta
Taal: Dadra
Style: Baul Sur
Anga: Baul
Notation by: Anadikumar Dastidar

Fagun Haway Haway Lyrics (ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান) | Rabindra Sangeet

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
আমার আপনহারা প্রাণ
আমার বাঁধন ছেঁড়া প্রাণ
অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে।
তোমার ঝাউয়ের দোলে...
মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান

পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায়
রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায়
তোমার প্রজাপতির পাখা
তোমার প্রজাপতির পাখা
আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের
রঙিন স্বপন মাখা
তোমার চাঁদের আলোয়...
মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান।

Fagun Haway Haway Swaralipi (ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান স্বরলিপি)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url