Shishire shshire sarodo akashe lyrics
Song:Shishire Shishire sarodo akasha
Mohaloya Agomoni song
Singer : Shuvomita Banerji
শিশিরে শিশিরে শারদ আকাশে
ভোরের আগমনী
শিউলি ঝরানো দিন আনে সে
চিরদিনের বাণী
ভোরের আগমনী
শিশিরে শিশিরে শারদ আকাশে
ভোরের আগমনী
সোনার আলোয় জাগবে পৃথিবী
বাজবে আলোর বাঁশি
আকাশ পটে মাহামায়ার
ভুবনমোহিনী হাসি
দিকে দিকে আজ উঠবে বেজে
মায়ের পদধ্বনি
শিশিরে শিশিরে শারদ আকাশে
ভোরের আগমনী
বিশ্ব আজিকে ধ্যানমগ্না
উদ্ভাসিত আশা
তাপিত তৃষিত ধরায় জাগবে
প্রাণের নতুন ভাষা
মৃন্ময়ী মা আবির্ভূতা
অসুরবিনাশিনী
শিশিরে শিশিরে শারদ আকাশে
ভোরের আগমনী
শিউলি ঝরানো দিন আনে সে
চিরদিনের বাণী
ভোরের আগমনী
শিশিরে শিশিরে শারদ আকাশে
ভোরের আগমনী