Ranga Matir Pothe Lo Lyrics (রাঙামাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি) | Nazrul Geeti
Ranga Matir Pothe Lo Lyrics (রাঙামাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি) | Nazrul Geeti
Song Info |
|
গান |
রাঙামাটির
পথে লো |
গানের কথা |
কাজী নজরুল ইসলাম |
তাল |
দ্রুত-দাদ্রা |
Ranga Matir Pothe Lo Lyrics (রাঙামাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি) | Nazrul Geeti
Ranga Matir Pothe Lo Lyrics (রাঙামাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি) | Nazrul Geeti
রাঙামাটির পথে লো মাদল বাজে
বাজে বাঁশের বাঁশি
বাঁশি বাজে বুকের মাঝে লো
মন লাগে না কাজে লো
রইতে নারি ঘরে
ওলো প্রাণ হলো উদাসী লো।
মাদলীয়ার তালে তালে অঙ্গ ওঠে দুলে লো
দোল লাগে শাল পিয়াল বনে
নোটন খোঁপার ফুলে লো
মহুয়া বনে লুটিয়ে পরে
মাতাল চাঁদের হাসি লো।
চোখে ভালো লাগে যাকে
তারে দেখবো পথের বাঁকে,
তার চাঁচড় কেশে বেঁধে দেবো
ঝুমকো জবার ফুল
তার গলার মালার কুসুম কেড়ে
করব কানের দুল।
তার নাচের তালের ইশারাতে
বলবো ভালোবাসি লো।
Read More:
Amay Nohe Go Valobaso Sudhu Lyrics (আমায় নহে গো ভালবাসো শুধু ভালবাসো মোর গান) | Nazrul Geeti
Chokh Gelo Chokh Gelo Lyrics (চোখ গেল চোখ গেল কেন ডাকিস রে) | Nazrul Geeti
Harano Hiyar Nikunjo Pothe Lyrics (হারানো হিয়ার নিকুঞ্জপথে) | Nazrul Geeti
He Priyo Amare Debona Bhulite Lyrics (হে প্রিয় আমারে দিব না ভুলিতে) | Nazrul Geeti