Nodi Vora Dheu Lyrics (নদী ভরা ঢেউ বোঝ নাতো কেউ) | ভবা পাগলা

Nodi Vora Dheu Lyrics (নদী ভরা ঢেউ বোঝ নাতো কেউ)

গানের কথা লিখেছেন ও সুর দিয়েছেন ভবা পাগলা।

গানটি অনেকেই অনেকভাবে গেয়েছেন।

তবে গানের কথাগুলো লেখা হয়েছে বাসুদেব রাজবংশী” এর গাওয়া গান অনুসারে।

বাসুদেব রাজবংশী” এর গাওয়া গানটির ভিডিওটি নিচে দেওয়া আছে।

Nodi Vora Dheu Lyrics (নদী ভরা ঢেউ বোঝ নাতো কেউ)

ভরসা করি এ ভব কাণ্ডারী

ভরসা করি এ ভব কাণ্ডারী

হালটি ছাড়িয়া তারে দাও দাও দাও রে

নদী ভরা ঢেউ বোঝ নাতো কেউ

কেন মায়ার তরী বাও বাও বাও রে


ভরসা করি এ ভব কাণ্ডারী

ভরসা করি এ ভব কাণ্ডারী

হালটি ছাড়িয়া তারে দাও দাও দাও রে

নদী ভরা ঢেউ বোঝ নাতো কেউ

কেন তরী নিজে বাও বাও বাও রে

নদী ভরা ঢেউ


বাইতে জাননা কেন ধরো হাল

মনো মাঝিটা তো বড়োই মাতাল


বাইতে জাননা কেন ধরো হাল

মনো মাঝিটা তো বড়োই মাতাল

বুঝায়ে বলো তারে, যেতে হবে ওপারে

বুঝায়ে বলো তারে, যেতে হবে ওপারে

অবেলার বেলা পানে চাও চাও চাও রে

নদী ভরা ঢেউ বোঝ নাতো কেউ

কেন মায়ার তরী বাও বাও বাও রে

নদী ভরা ঢেউ


বাইতে ছিলো তরী পাগলা ভবা

ভাঙা তরী জলে ডোবা ডোবা


বাইতে ছিলো তরী পাগলা ভবা

ভাঙা তরী জলে ডোবা ডোবা

চুবানি খেয়ে ধরেছে পায়ে

চুবানি খেয়ে ধরেছে পায়ে

ওহে কাণ্ডারি তুমি বাঁচাও বাঁচাও


নদী ভরা ঢেউ বোঝ নাতো কেউ

কেন মায়ার তরী বাও বাও বাও রে

নদী ভরা ঢেউ


ভরসা করি এ ভব কাণ্ডারী

ভরসা করি এ ভব কাণ্ডারী

হালটি ছাড়িয়া তারে দাও দাও দাও রে

নদী ভরা ঢেউ বোঝ নাতো কেউ

কেন তরী নিজে বাও বাও বাও রে

কেন তরী নিজে বাও বাও বাও রে

কেন তরী নিজে বাও বাও বাও রে

কেন তরী নিজে বাও বাও বাও রে

সাধক ভবা পাগলার গান নদী ভরা ঢেউ || বাসুদেব রাজবংশী || Basudeb Rajbongshi


আরও পড়ুনঃ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url