Mor Ghumo Ghore Lyrics (মোর ঘুম ঘোরে এলে মনোহর নমো নম) | Nazrul Geeti
Mor Ghumo Ghore Lyrics (মোর ঘুম ঘোরে এলে মনোহর নমো নম) | Nazrul Geeti
Song Info |
|
গান |
মোর ঘুম ঘোরে এলে |
গানের কথা |
কাজী নজরুল
ইসলাম |
রাগ |
ভৈরবী |
তাল |
দাদ্রা |
Mor Ghumo Ghore Lyrics (মোর ঘুম ঘোরে এলে মনোহর নমো নম) | Nazrul Geeti
মোর ঘুম ঘোরে এলে মনোহর
নমো নমো, নমো নমো, নমো নমো
শ্রাবণ মেঘে নাচে নটবর
রমঝম, ঝমরম, রমঝম,
শিয়রে বসি চুপি চুপি চুমিলে নয়ন
মোর বিকশিল আবেশে তনু নীপ সম
নিরুপম, মনোরম।
মোর ফুলবনে ছিল যত ফুল
ভরি ডালি দিনু ঢালি দেবতা মোর
হায় নিলে না সে ফুল
ছি ছি বেভুল
নিলে তুলি খোঁপা খুলি কুসুম ডোর
স্বপনে কী যে কয়েছি তাই গিয়াছ চলি
জাগিয়া কেঁদে ডাকি দেবতায়
প্রিয়তম, প্রিয়তম, প্রিয়তম।
মোর ঘুম ঘোরে এলে মনোহর নমো নমো লিরিক্স |