Jodi Boli Abar Lyrics (যদি বলি আবার)
Jodi Boli Abar Lyrics (যদি বলি আবার)
Jodi Boli Abar Lyrics (যদি বলি আবার)
Song: Jodi Boli Abar
Singer: Pratik Kundu, Sudeshna Das.
Music Direction, Tune & Lyrics: Pratik Kundu.
Music Label: The Bong Studio
Jodi Boli Abar Lyrics (যদি বলি আবার)
যদি বলি আবার তোকে কাছে পাওয়ার
রোজই করি বায়না ।
একই ঠিকানাতে বাড়ি ফেরা হবে ,
আর কিছু চাইনা । ( ২ বার )
তুই ছুঁলে যত, মুছে যাবে ক্ষত
বলে যাস আজ আমাকে জমে থাকা কথা ।
ক্লান্তি সরিয়ে দুহাতে জড়িয়ে,
শুধু আজ তোর কোলেই রাখতে দিস মাথা !
প্রেম পেরোলো অনেক গুলো মাস,
ভালোবাসা মেখে আজ তুই অভ্যাস । (২ বার)
মাখব আদরও, হবে মারামারি ,
তোর সাথে যত ভাব আর আড়ি ।
সোহাগের সুখে, আগলে বুকে
চলনা বানাবো সুখেদের বাড়ি ।
জ্বালাতন যদি চাস তুই বারোমাস !
শুধু তোর শেষ নাম আমায় দিয়ে যাস ।
রাগ টাগও হবে, হবে অভিমানও
গলে যাবো এক নিমেষে তোর কথার ছলে ।
দিন শেষে যত জমে থাকা কথা,
দুজনেই বলবো দুজনাকে মন খুলে ।
প্রেম পেরোলো অনেক গুলো মাস,
ভালোবাসা মেখে আজ তুই অভ্যাস । (২ বার)