Ghur Ghur Poka Lyrics (ঘুর ঘুর পোকা) | Damal Movie Song | Sariful Raaz | Bidya Sinha Mim
Ghur Ghur Poka Lyrics (ঘুর ঘুর পোকা) | Damal Movie Song
Ghur Ghur Poka Lyrics (ঘুর ঘুর পোকা) | Damal Movie Song
Song - Ghur Ghur Poka
Singer- Momtaz Begum
Lyric- Rasel Mahmud
Tune & Music Direction - Arafat Mohsin
Mix & Master- Arafat Kirty
Assistant Music Director- Shohag Chakraborty
Studio- Studio 58 Production
Ghur Ghur Poka Lyrics (ঘুর ঘুর পোকা) | Damal Movie Song
এ এক আজব বুড়ো খোকা
মাথায় ঘুরে খেলার পোকা
এ এক আজব বুড়ো খোকা
মাথায় ঘুরে খেলার পোকা
যখন তখন দেয়রে মনে
টুকুর টুকর টোকা
ঘুরঘুর ঘুরঘুর পোকা টুকর টুকুর টোকা
ঘুরঘুর ঘুরঘুর পোকা টুকরো টোকা
এ এক আজব বুড়ো খোকা
মাথায় ঘুরে খেলার পোকা
এ এক আজব বুড়ো খোকা
মাথায় ঘুরে খেলার পোকা
যখন তখন দেয়রে মনে
টুকুর টুকর টোকা
ঘুরঘুর ঘুরঘুর পোকা টুকর টুকুর টোকা
ঘুরঘুর ঘুরঘুর পোকা টুকরো টোকা
ফুরফুরফুর বাতাসে ধইরা সুর
ছুটে সবার আগে
ধর ধর ধর বাড়ায়া মনের জোর
ভিরাও আবার আগে
ফুরফুরফুর বাতাসে ধইরা সুর
ছুটে সবার আগে
ধর ধর ধর বাড়ায়া মনের জোর
ভিরাও আবার আগে
পায়ের ম্যাজিক দেখাইয়া ঠিক
বানাইয়া দেয় বোকা
ঘুরঘুর ঘুরঘুর পোকা টুকর টুকুর টোকা
ঘুরঘুর ঘুরঘুর পোকা টুকরো টোকা
ঘুর ঘুর ঘুর ঘুর টুকুর টুকুর
সে যে কেন প্রেম বোঝে না
কি আছে ঐ চোখে খোঁজে না
সে যে কেন প্রেম বোঝে না
কি আছে ঐ চোখে খোঁজে না
কোথায় যায় পালাইয়া
কোথায় মোরে ফালাইয়া
লুটপাট কইরা এই মন কান্দায়
বারে বারে ধোকা।