Ekla Prohor Lyrics (একলা প্রহর) | Susmita Anis

Ekla Prohor Lyrics (একলা প্রহর) | Susmita Anis


Ekla Prohor Lyrics (একলা প্রহর) | Susmita Anis

Song Name: Ekla Prohor

Lyrics: Anwar Hossain Ador

Artiste/Singer: Shusmita Anis 

Music Composer: Menon Khan

Mix and Mastered: Tasin Ahmed

Recording Studio: Sajid’s Studio

Record Label: New Music Paradigm Company

Ekla Prohor Lyrics (একলা প্রহর) | Susmita Anis

চোখজুড়ে নামে

নরম এক ভোর

বুকের ভেতর কাঁপে

একলা প্রহর।

যায় না বোঝানো,

তবু কাছে টানো

রেখে দেই সব তার,

প্রিয় অভিমানও...


কেন হয় না পাওয়া

যা কিছু মন আমার

যেন স্বপ্ন, চোখ মেলেই

কাছে নেই আর


কেন রয় না,

মনের কাছে মন বলো...


দূর ওই পথ

টানে আজও অবেলায়

বাড়িয়ে দু'পা

ভুলে যাই শূন্যতা

তুমি নেই পাশে

স্মৃতিকাতর এ সময়

পাশে রেখে তবু ভেবে যাই


আর কেউ নয়,

তুমি তো জানো

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url