Chad Heriche Lyrics (চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসীর আরশিতে) | Nazrul Geeti
Chad Heriche Lyrics (চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসীর আরশিতে) | Nazrul Geeti
Song Info |
|
গান |
চাঁদ হেরিছে চাঁদ মুখ তার |
গানের কথা |
কাজী নজরুল ইসলাম |
রাগ |
বাগেশ্রী |
তাল |
কাওয়ালি |
Chad Heriche Lyrics (চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসীর আরশিতে) | Nazrul Geeti
চাঁদ হেরিছে চাঁদ
মুখ তার সরসীর আরশিতে
ছুটে তরঙ্গ বাসনা
ভঙ্গ সে অঙ্গ পরশিতে
হেরিছে রজনী
রজনী জাগিয়া
চকোর উতলা চাঁদের লাগিয়া
কাঁহা পিউ কাঁহা ডাকিছে পাপিয়া
কুমুদীরে কাঁদাইতে
না জানি সজনী কত সে রজনী
কেঁদেছে চকোরী পাপিয়া
হেরেছে শশীরে সরসী
মুকুরে ভীরু ছায়া তরু কাঁপিয়া।
কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী
চির বিরহিণী রোহিণী ভরণী
অবশ আকাশ বিবশা ধরণী
কাঁদানীয়া চাঁদিনীতে।
Read More:
Mor Ghumo Ghore Lyrics (মোর ঘুম ঘোরে এলে মনোহর নমো নম) | Nazrul Geeti
Mor Priya Hobe Esho Rani Lyrics (মোর প্রিয়া হবে এসো রানী) | Nazrul Geeti
Mora Eki Brinte Duti Kusum Lyrics (মোরা এক বৃন্তে দুটি কুসুম) | Nazrul Geeti
Nohe Nohe Priyo E Noy Akhi Jol Lyrics (নহে নহে প্রিয় এ নয় আঁখি জল) | Nazrul Geeti