Bajlo Tomar Alor Benu Song Lyrics
Song : Bajlo Tomar Alor Ben
Mohaloya's song
বাজলো তোমার আলোর বেণু
মাতলো রে ভুবন
বাজলো তোমার আলোর বেণু
আজ প্রভাতে
সে সুরও শুনে খুলে দিনু মন
বাজলো, বাজলো
বাজলো তোমার আলোর বেণু
অন্তরে যার লুকিয়ে রাজে
অরুণ-বীণায় সে সুর বাজে
সেই আনন্দ'যজ্ঞে সবার মধুর আমন্ত্রণ
মাতলো রে ভুবন
বাজলো তোমার আলোর বেণু
আজ সমীরণ আলোয় পাগল
নবীনও সুরেরও লীলায়
আজ শরতে আকাশবীণায়
গানের মালা বিলায়
তোমায় হারা জীবনও মম
তোমারই আলোয় নিরুপম
ভোরেরও পাখি ওঠে গাহি
তোমারই বন্দন
মাতলো রে ভুবন
বাজলো তোমার আলোর বেণু
বাজলো, তোমার, আলোর বেণু