Akashe Aj Choriye Dilam Lyrics (আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়) | Nazrul Geeti
Akashe Aj Choriye Dilam Lyrics (আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়) | Nazrul Geeti
Song Info |
|
গান |
আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় |
গানের কথা |
কাজী নজরুল ইসলাম |
রাগ |
শিবমত-ভৈরব |
তাল |
দাদ্রা |
Akashe Aj Choriye Dilam Lyrics (আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়) | Nazrul Geeti
আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়
আমার কথার ফুল গো
আমার গানের মালা গো
কুড়িয়ে তুমি নিও
আমার সুরের ইন্দ্রধনু
রচে আমার ক্ষণিক তনু
জড়িয়ে আছে সেই রঙে মোর
অনুরাগ অমিয়
আমার আঁখি পাতায় নাই দেখিলে
আমার আঁখি জল
আমার কণ্ঠের সুর অশ্রুভারে
করে টলমল
আমার হৃদয়-পদ্ম ঘিরে
কথার ভ্রমর কেঁদে ফিরে
সেই ভ্রমরের কাছে আমার
মনের মধু পিও।
Read More:
Holud Gadhar Ful Lyrics (হলুদ গাঁদার ফুল) | Nazrul Geeti
Jago Nari Jago Lyrics (জাগো নারী জাগো বহ্নিশিখা) | Nazrul Geeti
Kheliche Jolo Debi Lyrics (খেলিছে জলদেবী সুনীল সাগর জলে) | Nazrul Geeti
Momer Putul Lyrics (মোমের পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়) | Nazrul Geeti