Tumi ki sei ager motoi acho bangla lyrics (তুমি কি সেই আগের মতই আছো)
Tumi ki sei ager motoi acho bangla Song Info (তুমি কি সেই আগের মতই আছো)
গানঃ খুব জানতে ইচ্ছে করেকন্ঠঃ মান্না দে
সুরঃ প্রভাস দে
কথাঃ মুক্তি রায় চৌধুরী
এখানো কি সন্ধাবেলা
আমার বাড়ি ফেরার সময় পেড়িয়ে গেলে
অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে
এখানো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা পরে থাকে
ব্যাকুল তিয়াসে আমারি পিয়াসে
অন্তর কেঁদে মরে
অ্যালবামঃ তুমি আর ডেকো না
তুমি কি সেই আগের মতই আছো
নাকি অনেক খানি বদলে গেছ
খুব জানতে ইচ্ছে করে
এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পুজার ফুল তুলে
পুজার ছলে আমারি কথা ভাবো
বসে ঠাকুর ঘরে
Tumi ki sei ager motoi acho bangla lyrics (তুমি কি সেই আগের মতই আছো)
খুব জানতে ইচ্ছে করেতুমি কি সেই আগের মতই আছো
নাকি অনেক খানি বদলে গেছ
খুব জানতে ইচ্ছে করে
এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পুজার ফুল তুলে
পুজার ছলে আমারি কথা ভাবো
বসে ঠাকুর ঘরে
এখানো কি সন্ধাবেলা
আমার বাড়ি ফেরার সময় পেড়িয়ে গেলে
অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে
এখানো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা পরে থাকে
ব্যাকুল তিয়াসে আমারি পিয়াসে
অন্তর কেঁদে মরে
Tumi ki sei ager motoi acho lyrics in English
Khub jante icche kore
Tumi ki sei ager motoi acho
Naki onek khani bodle gecho
Khub jante icche kore
Ekhon ki protho sokal hole
Snanti sere pujor ful tule
Pujar chole amari kotha vabo
Bose thakur ghore.
Tumi ki sei ager motoi acho Song
Read More: