Train Er Bashite Ghum Vange Lyrics | Kolkata Chalantika Title Song


ট্রেনের বাঁশিতে ভাঙে ঘুম  

চোখ মেলে তাকায় এ' ময়দান।

ট্রামের গুমটিগুলো গুমসুম

গঙ্গার ঘাটে ভোরের স্নান...


ট্রেনের বাঁশিতে ভাঙে ঘুম  

চোখ মেলে তাকায় এ' ময়দান।

ট্রামের গুমটিগুলো গুমসুম

গঙ্গার ঘাটে ভোরের স্নান...


হলুদ ট্যাক্সি পথ চায়

মহীনের ঘোড়া দিলো ছুট

ভিড় ঠেলে ধর্মতলায়

এ জীবন খোঁজে বাসরুট...


মিলে শঙ্খ আর আজান, একই সুর পাড়ায় পাড়ায়—

প্রেম হোক, কলরব হোক কলকাতা চলন্তিকায়...


পাশ ফেরে ফ্ল্যাইওভার।

হাত ধরে হাট-বাজার

কাঁধ মেলায় আদমি-ইমারত...


দল বেঁধে বারো মাস

কেউ দাবা, কেউ বা তাস

ঘর কারও বহুতল, কারও পথ...


সব দুঃখ সারে, সুখ তো বাড়ে বহরে, 

আট থেকে আশি মাখছে হাসি শহরে; শহরে...


পাঁচমাথা মোড়ে নেতাজির

ছুটি নেই। ব্যস্ত ট্র‍্যাফিক।

কাজে মন ডালহৌসির—

বইপাড়া লোকে থিকথিক...


মিলে শঙ্খ আর আজান, একই সুর পাড়ায় পাড়ায়—

প্রেম হোক, কলরব হোক কলকাতা চলন্তিকায়...

Read More:

Geetabitaner Dibbi Lyrics | গীতবিতান এর দিব্যি | Tumi Vagowa Dhorle | কলকাতা চলন্তিকা

Moddhorater Gan Lyrics | মধ্যরাতের গান | Kolkata Chalantika

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url