Shukno Patar Nupur Paye Lyrics (শুকনো পাতার নূপুর পায়ে) | Nazrul Geeti
Shukno Patar Nupur Paye Lyrics (শুকনো পাতার নূপুর পায়ে) | Nazrul Geeti
Song Info |
|
গান |
শুকনো পাতার নূপুর পায়ে |
গানের কথা |
কাজী নজরুল
ইসলাম |
তাল |
কাহার্বা |
আরবি সুর |
Shukno Patar Nupur Paye Lyrics (শুকনো পাতার নূপুর পায়ে) | Nazrul Geeti
শুকনো পাতার নূপুর পায়েনাচিছে ঘুর্ণিবায়
জল তরঙ্গে ঝিল্মিল্ ঝিল্মিল্
ঢেউ তুলে সে যায়।
দীঘির বুকে শতদল দলি
ঝরায়ে বকুল চাঁপার কলি
চঞ্চল ঝরনার জল ছল ছলি
মাঠের পথে সে ধায়।
বন–ফুল আভরণ খুলিয়া ফেলিয়া
আলুথালু এলোকেশ গগনে মেলিয়া
পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
ধূলি–ধূসর কায়।
ইরানি বালিকা যেন মরু–চারিণী
পল্লীর–প্রান্তর–বনমনোহারিণী
আসে ধেয়ে সহসা গৈরিক বরণী
বালুকার উড়্নি গায়।
Shukno Patar Nupur Paye Lyrics (শুকনো পাতার নূপুর পায়ে) | Nazrul Geeti
Shukno patar nupur paye
Nachiche ghurni baye
Jol toronge jhilmil jhilmil
Dhew tule se jay
Dighir buke shotodol doli
Jhoray bokul chapar koli
Chanchal jhornar jol chal choli
Mather pothe se dhay
Bono ful avoron khulia felia
Aluthalu elokesh gogone melia
Pagolini neche jay helia dulia
Dhuli dhusor kay
Irani balika jeno moru charini
pollir prantar bonomonoharini
ase dheye sohosa goirik boroni
Balukar urni gaye.
শুকনো পাতার নূপুর পায়ে লিরিক্স |
Read More Lyrics:
He Priyo Amare Debona Bhulite Lyrics (হে প্রিয় আমারে দিব না ভুলিতে) | Nazrul Geeti
Holud Gadhar Ful Lyrics (হলুদ গাঁদার ফুল) | Nazrul Geeti
Jago Nari Jago Lyrics (জাগো নারী জাগো বহ্নিশিখা) | Nazrul Geeti
Mor Priya Hobe Esho Rani Lyrics (মোর প্রিয়া হবে এসো রানী) | Nazrul Geeti
Mora Eki Brinte Duti Kusum Lyrics (মোরা এক বৃন্তে দুটি কুসুম) | Nazrul Geeti