Porodeshi Megh Lyrics (পরদেশী মেঘ যাও রে ফিরে) | Nazrul Geeti

Pordeshi Megh Lyrics (পরদেশী মেঘ যাও রে ফিরে) | Nazrul Geeti

Song Info

গান

পরদেশী মেঘ যাও রে ফিরে

গানের কথা

কাজী নজরুল ইসলাম

রাগ

সিংহেন্দ্র মধ্যম (দক্ষিণী রাগ)

তাল

আদ্ধা


Pordeshi Megh Lyrics (পরদেশী মেঘ যাও রে ফিরে) | Nazrul Geeti

পরদেশী মেঘ যাও রে ফিরে।

বলিও আমার পরদেশী রে।

সে দেশে যবে বাদল ঝরে

কাঁদে নাকি প্রাণ একেলা ঘরে,

বিরহ-ব্যথা নাহি কি সেথা বাজে না বাঁশি নদীর তীরে।।

বাদল-রাতে ডাকিলে ‘পিয়া পিয়া পাপিয়া’,

বেদনায় ভ’রে ওঠে নাকি রে কাহারো হিয়া।

ফোটে যবে ফুল, ওঠে যবে চাঁদ

জাগে না সেথা কি প্রাণে কোন সাধ,

দেয় না কেহ গুরু গঞ্জনা সে দেশে বুঝি কুলবতী রে।

https://www.suronuragi.com/2022/08/porodeshi-megh-lyrics-nazrul-geeti.html
পরদেশী মেঘ যাও রে ফিরে লিরিক্স



আরও পড়ুনঃ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url