Porodeshi Megh Lyrics (পরদেশী মেঘ যাও রে ফিরে) | Nazrul Geeti
Pordeshi Megh Lyrics (পরদেশী মেঘ যাও রে ফিরে) | Nazrul Geeti
Song Info |
|
গান |
পরদেশী মেঘ যাও রে ফিরে |
গানের কথা |
কাজী নজরুল
ইসলাম |
রাগ |
সিংহেন্দ্র মধ্যম (দক্ষিণী রাগ) |
তাল |
আদ্ধা |
Pordeshi Megh Lyrics (পরদেশী মেঘ যাও রে ফিরে) | Nazrul Geeti
পরদেশী মেঘ যাও রে ফিরে।
বলিও আমার পরদেশী রে।
সে দেশে যবে বাদল ঝরে
কাঁদে নাকি প্রাণ একেলা ঘরে,
বিরহ-ব্যথা নাহি কি সেথা বাজে না বাঁশি নদীর তীরে।।
বাদল-রাতে ডাকিলে ‘পিয়া পিয়া পাপিয়া’,
বেদনায় ভ’রে ওঠে নাকি রে কাহারো হিয়া।
ফোটে যবে ফুল, ওঠে যবে চাঁদ
জাগে না সেথা কি প্রাণে কোন সাধ,
দেয় না কেহ গুরু গঞ্জনা সে দেশে বুঝি কুলবতী রে।
পরদেশী মেঘ যাও রে ফিরে লিরিক্স |
Harano Hiyar Nikunjo Pothe Lyrics (হারানো হিয়ার নিকুঞ্জপথে) | Nazrul Geeti
He Priyo Amare Debona Bhulite Lyrics (হে প্রিয় আমারে দিব না ভুলিতে) | Nazrul Geeti
Holud Gadhar Ful Lyrics (হলুদ গাঁদার ফুল) | Nazrul Geeti
Jago Nari Jago Lyrics (জাগো নারী জাগো বহ্নিশিখা) | Nazrul Geeti
Mor Priya Hobe Esho Rani Lyrics (মোর প্রিয়া হবে এসো রানী) | Nazrul Geeti