Harano Hiyar Nikunjo Pothe Lyrics (হারানো হিয়ার নিকুঞ্জপথে) | Nazrul Geeti
Harano Hiyar Nikunjo Pothe Lyrics (হারানো হিয়ার নিকুঞ্জপথে) | Nazrul Geeti
Song Info |
|
গান |
হারানো হিয়ার নিকুঞ্জপথে |
গানের কথা |
কাজী নজরুল
ইসলাম |
রাগ |
মিশ্র মুলতানী |
তাল |
কাহার্বা |
Harano Hiyar Nikunjo Pothe Lyrics (হারানো হিয়ার নিকুঞ্জপথে) | Nazrul Geeti
হারানো হিয়ার নিকুঞ্জপথে
কুড়াই ঝরা ফুল একেলা আমি।
তুমি কেন হায় আসিলে
হেথায় সুখের স্বরগ হইতে নামি।
চারিপাশে মোর উড়িছে কেবল
শুকনো পাতা মলিন ফুল–দল,
বৃথাই কেন হায় তব আঁখিজল ছিটাও
অবিরল দিবস–যামী।
এলে অবেলায় পথিক বেভুল
বিঁধিছে কাঁটা নাহি যবে ফুল,
কি দিয়ে বরণ করি ও চরণ নিভিছে জীবন
জীবন–স্বামী।
হারানো হিয়ার নিকুঞ্জপথে লিরিক্স |
Jago Nari Jago Lyrics (জাগো নারী জাগো বহ্নিশিখা) | Nazrul Geeti
Mor Priya Hobe Esho Rani Lyrics (মোর প্রিয়া হবে এসো রানী) | Nazrul Geeti
Mora Eki Brinte Duti Kusum Lyrics (মোরা এক বৃন্তে দুটি কুসুম) | Nazrul Geeti
Projapoti Projapoti Lyrics (প্রজাপতি প্রজাপতি) | Nazrul Geeti
Shukno Patar Nupur Paye Lyrics (শুকনো পাতার নূপুর পায়ে) | Nazrul Geeti