Soda Mon Thake Bahush Lyrics (সদা মন থাকো বাহুঁশ)
Song : Soda mon thake bahush
Lalon Sangeet
সদা মন থাকো বাহুঁশ,
ধরো মানুষ রূপ নিহারে।
আয়না-আঁটা রূপের ছটা,
চিলেকোঠায় ঝলক মারে।।
স্বরূপ রূপে রূপ কে জানা,
সেই তো বটে উপাসনা।
গাঁজায় দম চড়িয়ে অবোধ মনা,
ব্যোমকালী আর বলিস না রে।।
বর্তমানে দেখো ধরি,
নরদেহে অটলবিহারী।
মরো কেন হড়িবড়ি,
কাঠের মালা টিপে হা রে।।
দেল ঢুঁড়ে দরবেশ যারা,
রূপ নিহারে সিদ্ধ তারা।
লালন কয় আমার খেলা,
ডাণ্ডাগুলি সার হলো রে।।
ধরো মানুষ রূপ নিহারে।
আয়না-আঁটা রূপের ছটা,
চিলেকোঠায় ঝলক মারে।।
স্বরূপ রূপে রূপ কে জানা,
সেই তো বটে উপাসনা।
গাঁজায় দম চড়িয়ে অবোধ মনা,
ব্যোমকালী আর বলিস না রে।।
বর্তমানে দেখো ধরি,
নরদেহে অটলবিহারী।
মরো কেন হড়িবড়ি,
কাঠের মালা টিপে হা রে।।
দেল ঢুঁড়ে দরবেশ যারা,
রূপ নিহারে সিদ্ধ তারা।
লালন কয় আমার খেলা,
ডাণ্ডাগুলি সার হলো রে।।