Sobe ki hobe vobe dhormoporayon lyrics (সবে কি হবে ভবে ধর্মপরায়ণ)
Song : Sobe ki hbe vobe dhormoporayon
Lalon sangeet
সবে কি হবে ভবে ধর্মপরায়ণ,
যার যা ধর্ম সেই সে করে
তোমার বলা অকারণ।
ময়ূর চিত্র কেউ করে না
কাঁটার মুখ কেউ চাঁচে না,
এমনি মতে সব ঘটনা
যার যাতে আছে সৃজন।
শশকপুরুষ সত্যবাদী
মৃগপুরুষ উর্দ্ধভেদী,
অশ্ব-বৃষ-বেঁহুশ নিরবধি
তাদের কুকর্মেতে সদাই মন।
চিন্তামণি-পদ্মিনী নারী
এরাই পতিসেবার অধিকারী,
হস্তিনী-শঙ্খিনী নারী
তারা কর্কশ ভাষায় কয় বচন।
ধর্ম-কর্ম সব আপনার মন
করে ধর্ম মোমিনগণ,
ফকির লালন বলে ধর্ম কেমন
প্রাপ্তি হবে নিরঞ্জন।
যার যা ধর্ম সেই সে করে
তোমার বলা অকারণ।
ময়ূর চিত্র কেউ করে না
কাঁটার মুখ কেউ চাঁচে না,
এমনি মতে সব ঘটনা
যার যাতে আছে সৃজন।
শশকপুরুষ সত্যবাদী
মৃগপুরুষ উর্দ্ধভেদী,
অশ্ব-বৃষ-বেঁহুশ নিরবধি
তাদের কুকর্মেতে সদাই মন।
চিন্তামণি-পদ্মিনী নারী
এরাই পতিসেবার অধিকারী,
হস্তিনী-শঙ্খিনী নারী
তারা কর্কশ ভাষায় কয় বচন।
ধর্ম-কর্ম সব আপনার মন
করে ধর্ম মোমিনগণ,
ফকির লালন বলে ধর্ম কেমন
প্রাপ্তি হবে নিরঞ্জন।